রাশিয়ান শহীদ সেনাদের স্মৃতির প্রতি বাংলাদেশ সেনাপ্রধানের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১৩:৫৭
শেয়ার :
রাশিয়ান শহীদ সেনাদের স্মৃতির প্রতি বাংলাদেশ সেনাপ্রধানের শ্রদ্ধা

রাশিয়ার শহীদ সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল মঙ্গলবার মস্কোর আলেক্সান্ডার গার্ডেনে অবস্থিত ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’-এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রাশিয়ান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার-ইন-চিফ, জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে মেট্রোনোমের শব্দের মাধ্যমে প্রচলিত প্রথা অনুযায়ী এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর, মিলিটারি অর্কেস্ট্রা কর্তৃক শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি রাশিয়ান সেনাবাহিনীর ১৫৪তম প্রিওব্রাঝেনস্কি ইনডিপেনডেন্ট কমান্ডেন্টস রেজিমেন্ট (Preobrazhensky Independent Commandant's Regiment) এর সম্মানসূচক চৌকস কুচকাওয়াজের মাধ্যমে শেষ হয়।