আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ০৮:৩১
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ বুধবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক-

বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন

সকাল ৯টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ১০টায় যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিকেল সাড়ে ৪টায় প্রেস ব্রিফিং করবেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

যাত্রী কল্যাণ সমিতি

 ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করবে যাত্রী কল্যাণ সমিতি।

ডিএনসিসির প্রশাসক

নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ডিএনসিসির অঞ্চল-০২ (মিরপুর) এর অন্তর্গত সব ওয়ার্ডের (২,৩,৪,৫,৬,৭,৮ ও ১৫ নং ওয়ার্ড) বাসিন্দাদের সঙ্গে গণশুনানি হবে। বিকেল ৩টায় চিড়িয়াখানা রোডে এই গণশুনানিতে থাকবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। গণশুনানিতে ডিএনসিসির অঞ্চল-০২ এর অন্তর্গত সকল ওয়ার্ডের আওতাধীন স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ, সোসাইটির নেতৃবৃন্দ, যুবক ও ছাত্র প্রতিনিধি অংশ নেবেন।

গণশিক্ষা উপদেষ্টা

সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

ধর্ম উপদেষ্টা

সকাল ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়ন হজ প্রশিক্ষণ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।