ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন পিটার হাস

অনলাইন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ২১:২০
শেয়ার :
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন পিটার হাস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার ডি হাস।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস।

এর আগে গত বছরের ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন পিটার ডি হাস। ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন এক্সালারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভেন কোবোস।