স্বামীর সঙ্গে কথা কাটাকাটি, গৃহবধূর আত্মহত্যা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ১৭:৫৯
শেয়ার :
স্বামীর সঙ্গে কথা কাটাকাটি, গৃহবধূর আত্মহত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ফারজানা আক্তার রাখি (১৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য খিলপাড়া আলতাফ আলী হাজী বাড়ীতে এই ঘটনা ঘটে।

 ফারজানা আক্তার ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। তিনি একই গ্রামের আনু মিয়ার ছেলে রাসেলের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী রাসেল ও তার শাশুড়ি পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের মা শিরিন বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

শিরিনা আক্তার বলেন, তার মেয়ে ফারজাহানা আক্তার রাখির সঙ্গে রাসেলের প্রেম ছিলো। তারা ২০২৩ সালে পালিয়ে বিয়ে করেন। পরবর্তীতে সামাজিকভাবে তাদের বিয়ে মেনে নেয় পরিবার। কিন্তু রাসেল তার স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিলে তার পরিবার যৌতুক দিবেনা বলে জানায়।

এরপর মেয়ে ফারজানা ও তার স্বামী বাবার বাড়ীতেই থাকতেন। এর মধ্যে গতকাল সোমবার রাতে তাদের মধ্যে মোবাইল-ফোনে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

অভিযোগের বিষয়ে স্বামী রাসেলকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার বোন খালেদা আক্তার বলেন, যৌতুকের বিষয়টি সত্য নয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের মা শিরিন বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।