ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
ইসরায়েলে মুসলিমদের উপর নৃশংস হত্যার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে দলটি রাজবাড়ী সরকারী কলেজ চত্বরে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও সমাবেশ করে।
এ সময় বক্তৃতা করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডল প্রমুখ।
এরপর দুপুর ১২টায় রাজবাড়ী আজাদী ময়দানের ছাত্রদল আহ্বায়কের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা ইসরায়েলে নৃশংস হত্যার প্রতিবাদ জানান ও গণহারে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানান। যারা পণ্য বয়কটের নামে লুটপাট করছে তাদের শাস্তির পাশাপাশি রাজবাড়ীতে কেউ এ ধরনের অপরাধ করলে ছাত্রদল তাদের প্রতিহত করবে বলে জানান তারা।