বিক্ষোভের নামে লুটপাট নিয়ে আজহারীর পোস্ট, যা লিখলেন

অনলাইন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ১২:৪২
শেয়ার :
বিক্ষোভের নামে লুটপাট নিয়ে আজহারীর পোস্ট, যা লিখলেন

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। এ সময় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে অনেক জায়গায় বাটা, কেএফসিসহ বিভিন্ন শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ ঘটনায় নিন্দা জানিয়ে আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। 

পোস্টে তিনি লিখেছেন, ‘বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোনো একটি স্মার্ট মুভকে মূহুর্তেই পণ্ড করে দেয়।মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে।’

আজহারী আরও লিখেছেন, ‘মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত।’

উল্লেখ্য, গতকাল দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন-বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়াসহ দেশের কয়েকটি শহরে বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

পরে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে নিজ বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।