মাদ্রাসার জায়গা দখল করে বিএনপির কার্যালয়

সিংড়া (নাটোর) প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ২১:০১
শেয়ার :
মাদ্রাসার জায়গা দখল করে বিএনপির কার্যালয়

প্রতারণার মাধ্যমে নাটোরের সিংড়ায় ইন্দ্রাসুন মাদ্রাসার জায়গা দখল করে বাড়ি নির্মাণের পর সেখানে বিএনপির কার্যালয় বানানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী।

আজ সোমবার বিকেল সাড়ে ৫ টায় দখলকৃত সেই জায়গার সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জায়গা দখলকারী অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের কাজী খাদেমুল বাসার টিটু। তিনি ইটালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় ৪৫ বছর আগে বড়িয়া গ্রামের আছের আলী নামের এক ব্যাক্তি ইন্দ্রাসুন মাদ্রাসার নামে ১৮ শতক জায়গা দান করেন। সেই সময় ওই মাদ্রাসার সভাপতি ছিলেন বিএনপি নেতা কাজী খাদেমুল বাসার টিটুর পিতা কাজী কফিল উদ্দিন। কিন্তু প্রতারণার মাধ্যমে ছয় শতক জায়গা তৎকালীন সভাপতি নিজের নামে লিখে নেন।

তারা আরো বলেন, সম্প্রতি হঠাৎ তার ছেলে বিএনপি নেতা কাজী খাদেমুল বাসার টিটু সেই জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেন। পরে সেখানে মেসার্স শিফা এন্ড শিমুল ট্রেডার্স নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এতে এলাকার মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে সেখানে রাতারাতি ইটালী ইউনিয়ন বিএনপির কার্যালয় লিখে দখলের চেষ্টা করছেন।

এ বিষয়ে মাদ্রাসার জায়গা দখলকারী কাজী খাদেমুল বাসার টিটু মুঠোফোনে বলেন, সেখানে ছয় শতক জায়গা তার বাবার নামে ক্রয়কৃত দলিল রয়েছে। বর্তমানে তাদের নামে খাজনা খারিজ রয়েছে। সেখানে তিনি ইউনিয়ন বিএনপির নেতা হিসেবে ব্যক্তিগত কার্যালয় করেছেন।

ইটালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল মুঠোফোনে বলেন, কেউ যদি সেখানে বিএনপি’র কার্যালয় লিখে থাকে তবে সেটি ঠিক করেননি।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম এবং সভাপতির ছেলে আব্দুল করিম, গ্রাম্য প্রধান আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফজলুর রহমান, মুনছুর আলী, ইব্রাহীম প্রামাণিক, কাজী আব্দুর রাজ্জাক, মতলব মন্ডল, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, সাবেক সেক্রেটারী শারফুল ইসলাম, সবুজ প্রামাণিক প্রমূখ।