বিচ্ছেদের পথে হাঁটলেন তারকা দম্পতি
৯ বছরের বৈবাহিক জীবনের ইতি টানার ঘোষণা দিলেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় জুটি রাভিশ দেশাই ও মুগ্ধা চাপরেকর। এক যৌথ বিবৃতিতে তারা জানান, পরস্পরের সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এক বছর ধরে তারা আলাদা থাকছেন।
ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, এই তারকা জুটির পরিচয় ২০১৪ সালে, জি টিভির সিরিয়াল ‘সতরঙ্গি শ্বশুরাল’র সেটে। শুটিং করতে করতেই তারা কাছাকাছি চলে আসেন, যা পরবর্তীতে গড়ায় প্রেমে। দুই বছর পর বিয়ে করেন মুগ্ধা ও রাভিশ।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাভিশ লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে সরে এসে নিজ নিজ জীবনের পথে এগিয়ে যাওয়ার। আমাদের একসঙ্গে সময় কাটানোটা স্মরণীয় ও আনন্দময় ছিল। ভবিষ্যতেও পরস্পরের প্রতি সম্মান ও বন্ধুত্ব বজায় থাকবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয় যেন তারা এই ব্যক্তিগত বিষয়ে গুজব ছড়ানো বা বিশ্বাস করা থেকে বিরত থাকেন।
উল্লেখ্য, টিভি সিরিয়ালের পাশাপাশি রাভিশ কাজ করেছেন বেশ কয়েকটি হিন্দি সিনেমায়ও। এর মধ্যে আছে ‘হরর স্টোরি’, ‘কনট্রোল’ ও ‘ভিজয় ৬৯’। অন্যদিকে মুগ্ধাকে ১৯৯৫ সালে ‘আজমাইশ’ নামের হিন্দি সিনেমায় শিশুশিল্পী হিসেবে দেখা গেছে। পরে তিনি কাজ করেছেন একাধিক মারাঠি সিনেমা ও বহু জনপ্রিয় টিভি সিরিয়ালে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট