যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ প্রেমিকার
শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ে করার কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠেছে নেওয়াজ শরীফ শাকিল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এমন অভিযোগে গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তরুণী।
নেওয়াজ শরিফ শাকিল নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজারের বাসিন্দা।
লিখিত বক্তব্যে ওই তরুণী জানান, প্রায় ৭ বছর আগে নেওয়াজ শরিফ শাকিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এ সম্পর্কের সূত্র ধরে তারা কক্সবাজার, গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা ইকোপার্কসহ বিভিন্নস্থানে বেড়াতে যান। বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কও করে শাকিল। প্রায় দুই মাস আগে ওই তরুণী বিয়ের কথা বললে যোগাযোগ বন্ধ করে দেন শাকিল। সম্প্রতি অন্যত্র বিয়ের কথা পাকাপাকি করলে ভুক্তভোগী তরুণী আবারও প্রেমিক শাকিলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তিনি কোনোভাবেই শাকিলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
তরুণী আরও জানান, বিয়ের কথা অস্বীকার করার পাশাপাশি তাকে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন শাকিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি। যদি তিনি এর প্রতিকার না পান তাহলে আত্মহত্যার হুমকি দেন।
এছাড়া সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই তরুণী শাকিলের সঙ্গে সম্পর্কের প্রমাণ হিসেবে বিশেষ ছবি ছাড়াও কল রেকর্ড ও বিভিন্ন একান্ত মুহূর্তের ছবির স্ক্রিনশট প্রকাশ করেন।
মুঠোফোনে শাকিল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করতাম। এ সময় ওই তরুণীর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক হয়। তার সঙ্গে আমার কোনো প্রেমের বা শারীরিক সম্পর্ক ছিল না। তিনি আমার বিরুদ্ধে মিথ্যা প্রেমের অভিযোগ করেছেন।’