যেভাবে মেহজাবীনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজীব
মিশরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত বছরের নভেম্বরে প্রদর্শিত হয় মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। এ উপলক্ষে দেশটি সফর করেছেন তিনি। ঘুরে বেড়িয়েছেন প্রাচীন ইতিহাস ও সভ্যতার নিদর্শন পিরামিডসহ দারুণ সব জায়গায়। সেসব দিন এখন তার কাছে সবচেয়ে বেশি স্মরণীয় মুহূর্ত। কেননা, স্বপ্নের সেই পিরামিডের পাশেই মেহজাবীনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব।
গতকাল রবিবার সামাজিকমাধ্যমে বেশকিছু ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। যেন কোনো সিনেমার দৃশ্য! হাঁটু গেড়ে বসে রয়েছে আদনান। তার হাতে ডায়মন্ডের আংটি। পরে তিনি সেই আংটি পরিয়ে দেন অভিনেত্রীকে।
এই দৃশ্য যেন মেহজাবীনের কাছে আজও স্বপ্নের মতো। ভালোবাসার ইমোজি দিয়ে সেই দিনটি নিয়ে তিনি লিখেছেন, ‘২০ নভেম্বর, ২০২৪- আমাদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকা একটি দিন।’
মেহজাবীন আরও বলেন, ‘মিসরের সবকিছুই যেন অবাস্তব মনে হচ্ছিল, এটা এমন একটা জায়গা, যা আমাকে শৈশব থেকে মুগ্ধ করেছে। এর পেছনে রয়েছে মিসরের সংস্কৃতি, ইতিহাস, পিরামিড এবং মমিদের রহস্য। এই জায়গাটাই ছিল আমার সেরা জায়গার তালিকার একটি। সেখানেই আমার জীবনের বিশেষ কিছু ঘটবে, এটা ছিল ম্যাজিক্যাল, অপ্রত্যাশিত এবং সবদিক থেকে যথোপযুক্ত। এই দিনটি সারা জীবনের মতো আমার হৃদয়ে গেঁথে গেছে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মেহজাবীন আরও লিখেছেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম রাজকীয় পিরামিডের সামনে একটা সাধারণ ফটোশুট করব, যা আমি সবসময় স্বপ্ন দেখতাম। কিন্তু আমি জানতাম না যে, জীবনের পরিকল্পনা আরও অসাধারণ কিছু।’
এদিকে, কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রিয় মালতী’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। সেই টিমে প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন আদনান আল রাজীব।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
মেহজাবীন বলেন, ‘যখন আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে আইকনিক পিরামিডগুলো ছিল, সেই সাধারণ ফটোশুটটি আমার স্বপ্নের বাইরের একটি মুহূর্তে রূপান্তর হয়েছিল। আদনান এক হাঁটু গেড়ে বসে আমাকে প্রস্তাব দেয়।’
বলা দরকার, দীর্ঘ ১৩ বছর প্রেমের পর গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়।