গাজার প্রতি সংহতি জানিয়ে মরক্কোর রাজপথে হাজারো মানুষ
গাজায় ইসরায়ে বর্বরতার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। মরক্কোর রাজপথে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে নেমে এসেছে হাজার হাজার মানুষ। গতকাল রবিবার রাজধানী রাবাতের অনেক রাস্তায় ছিল হাজারো মানুষ, তাদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দুই মাসের যুদ্ধবিরতির পর গাজা উপত্যকায় পুনরায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে মরক্কোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গত কয়েক মাসের মধ্যে রাজধানী রাবাতে সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী এই বিক্ষোভের ডাক দিয়েছিল দেশটির ইসলামপন্থী-সংখ্যাগরিষ্ঠ জোট জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। তারা ইসরায়েলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫০ হাজার ৭০০ ফিলিস্তিনি। আহত ১ লাখ ১৫ হাজার ৩০০ জনেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস