সিসিটিভির ফুটেজ চায় পরীর গৃহকর্মী, মামলার পরিকল্পনা
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী পিংকি আক্তার। অভিযোগ- পরীমণি তাকে একাধিকবার মারধর করেছেন, যার ফলে তিনি তিনবার মাটিতে পড়ে যান। বাম চোখে মারাত্মক আঘাত পান এবং এখনো কিছু দেখতে পারছেন না।
পিংকি আক্তার জানান, মারধরের পর তিনি কান্না করতে থাকেন এবং পরীর কাছে হাসপাতালের জন্য সাহায্য চান। পরীমণি তাকে যেতে নিষেধ করেন এবং বলেন, ‘তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখানেই মারবো এবং এখানেই চিকিৎসা করবো।’ একসময় পিংকি আক্তার অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে পিংকি রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
জিডির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম (সাব-ইন্সপেক্টর) বলেন, ‘আমরা পরীমণির বাসায় গিয়েছি, রুমে থাকা সিসি ক্যামেরার কোনো স্টোরেজ নেই; লাইভ ক্যামেরা। তাই আমরা কোনো মারধরে ছবি পাইনি। বিষয়টি আদালতের জানানো হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য–সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার। দু’একদিনের মধ্যেই তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান।
পিংকি আক্তার বলেন, ‘আমি থানায় বহুবার বলেছি, আপনারা পরীমণির বাসার সিসিটিভি ফুটেজ দেখেন। সে কীভাবে আমাকে মেরেছে। বারবার বলার পরও তারা আমার কথা শুনেনি। এখন তারা বলছে পরীমণির বাসায় লাইভ ক্যামেরা, কোনো স্টোরেজ নেই। তাহলে তারা ওই বাড়ির অন্য ক্যামেরাগুলো দেখুক।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘আমি দু’একদিনের মধ্যেই আদালতে গিয়ে পরীমণির বিরুদ্ধে মামলা করব, এখন সেই প্রস্তুতিই নিচ্ছি। আমি ন্যায় বিচার চাই।’