পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ১১:৪৮
শেয়ার :
পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক বিল্লাল হোসেন (৪০) নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার ইসবপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন।

নিহত বিল্লাল হোসেন গাজীপুর জেলার কাপাসিয়া থানার আড়ালবাজার-দক্ষিণগাঁও গ্রামের রফিকুল ইসলাম ও রাশিদা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি পিকআপ ভ্যান নেত্রকোনা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। পথিমধ্যে পূর্বধলা থানাধীন ইসবপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হন। দুর্ঘটনার পর চালক কেবিনের ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিস, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র ও হাইওয়ে থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে মৃতদেহ উদ্ধার করে। আহত যাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, নিহতের লাশ ও পিকআপটি থানার হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।