নিহত ১, আহত ১৮ /

নাজিমুদ্দিন রোডে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ০৯:০১
শেয়ার :
নাজিমুদ্দিন রোডে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুদ্দিন (৭০) নামে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৪টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌছায় তাদের ৩টি ইউনিট। পরবর্তীতে একে একে যোগ হয় আরও ৭ ইউনিট। ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ১২ মিনিটের দিকে আগুন নির্বাপন করা হয়।

এ ঘটনায়, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। বর্তমানে ৫ জন ঢাকা মেডিকেল ও একজন জাতীয় বার্ন ইনসটিটিউটে ভর্তি আছেন।

ঢামেকে যারা আছেন তাদের মধ্যে রয়েছেন- সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ইসায়াত (৫) ও তালহা (৪)। এ ছাড়াও ফাতেমা (২০) নামে একজন জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছেন। আর আমিনুদ্দিন (৭০) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।