‘বরবাদ’-এর সিনেমাটোগ্রাফার কে?
ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ নিয়ে তুমুল আগ্রহ দর্শকের। নিজের প্রথম সিনেমার জন্য প্রশংসা কুড়াচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়ও। তবে বিপত্তি বেধেছে নির্মাতার সুখের স্রোতে। রমরমিয়ে ব্যবসার মুহূর্তে এটির সিনেমাটোগ্রাফির ক্রেডিট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই বিতর্ক শুরু করেছেন ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি।
মেহেদী হাসান হৃদয়ের দেওয়া এক ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে শৈলেশ আওয়াস্থি দাবি করেছেন, ‘বরবাদ’ সিনেমার প্রকৃত সিনেমাটোগ্রাফার তিনিই। শুধু তাই নয়, সিনেমার সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণে তারই প্রধান ভূমিকা। অথচ চূড়ান্ত ক্রেডিট থেকে তাকে বাদ দিয়ে সিনেমাটোগ্রাফির স্বীকৃতি দেওয়া হয়েছে রাজু রাজকে।
গতকাল দুপুর নাগাদ প্রযোজকের হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয় বলে জানা যায়। এর পরই সিনেমাটোগ্রাফার আরেকটি পোস্ট দেন তার ওয়ালে। যদিও সেখানে শুধুই প্রযোজকের প্রশংসা করা হয়েছে। কিছুই উল্লেখ ছিল না নির্মাতা কিংবা নায়কের। যা থেকে স্পষ্ট, সিনেমাটোগ্রাফার প্রযোজকের মন রক্ষার জন্যই বিষয়টি নিয়ে আর সামনে আগাননি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এসব প্রসঙ্গে জানতে চেয়ে যোগাযোগ করলে মুঠোফোনে পাওয়া যায়নি নির্মাতা হৃদয়কে। ‘বরবাদ’-এ আরও অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল, যিশু সেনগুপ্ত।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল