মুখে কুলুপ এঁটেছেন সারা
কার্তিক আরিয়ান ‘অধ্যায়’ শেষ হয়েছে কয়েক বছর আগেই। এরপর বেশ কিছুদিন সারা আলী খানের প্রেম নিয়ে কোনো গুঞ্জন শোনা যায়নি। তবে কয়েক মাস আগে গুঞ্জন রটে, অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে নাকি চুপিচুপি মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন সাইফকন্যা। কিন্তু এ বিষয়ে শক্ত ভিত পাওয়া যায়নি। সম্প্রতি সারাকে কামাখ্যার মন্দিরে এক রহস্যময় পুরুষের সঙ্গে দেখা যায়, তার প্রমাণ তুলে ধরেন পাপারাজ্জিরা। তবে এই বিষয় নিয়ে একটি কথাও বলেননি সারা। পুরো বিষয়টিতে মুখে কুলুপ এঁটেছেন।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, সাদা শিফনের সালোয়ার পরে সিঁদুরে কপাল রাঙিয়েছেন সারা। মন্দিরে প্রবেশ করেই একমনে ধ্যানমগ্ন হয়ে আছেন। পুজোর পর নৌকা চড়ে ব্রহ্মপুত্রের বুকে ভেসে বেড়ানোর মুহূর্তটাও পাপারাজ্জিরা ক্যামেরাবন্দি করে রাখেন। সেখানেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন একজন, যিনি পূজার লাল উত্তরীয় গলায় জড়িয়ে সারার পাশে দাঁড়িয়ে আশীর্বাদ নিচ্ছেন। তা দেখেই নেটিজেনরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন সাইফকন্যাকেÑ সঙ্গে থাকা রহস্যময় পুরুষটি নতুন প্রেমিক কিনা?
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি