মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা কর্ণেল (অব.) সালেহ আহমদের
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল মো. সালেহ আহমদ।
আজ রবিবার বিকেল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে জুলাই-২৪ গণ অভ্যূথানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ও ড. মোহাম্মদ ইউনুছ এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন নিশ্চিতভাবে ইতিবাচক। এ ধারা চলমান থাকা অবস্থায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, কোন রাজনৈতিক দলে এখনো যোগ দেইনি তবে ভবিষ্যতের বিষয়টি সময়েই বলে দিবে।
মতবিনিময় সভায় কর্ণেল (অবঃ) মো. সালেহ আহমদ আরও বলেন, ‘কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়নই হবে আমার একমাত্র লক্ষ্য। সকল শ্রেণী পেশার মানুষের সেবা করতে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় সেনাবাহিনীর সার্জেন্ট (অব:) আবুল হোসেন, শাহিন আহমেদ, তৈয়ব আলী, সাবেক কর্পো. আসহাব উদ্দিন, মনিরুজ্জামান, (অব. ল্যা. কর্পো.) রিজভী আহমেদসহ কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।