জানালেন গৃহকর্মী /
পরীমণির সঙ্গে একই বিছানায় থাকেন শেখ সাদি
পরীমণির বাসায় একই বিছানায় শেখ সাদি থাকেন বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার গৃহকর্মী পিংকী আক্তার। গতকাল শনিবার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষা’কারে এ কথা বলেন তিনি।
শেখ সাদির সঙ্গে পরীমণির প্রেমের সর্ম্পকে আছে কি না জানতে চাইলে পিংকী আক্তার বলেন, ‘পরীমণি ও শেখ সাদি একই রুমে আছেন, একই বিছানায় থাকেন, একই টেবিলে খাচ্ছেন। তাহলে উনারা বিয়ে করছে নাকি করেনি—এটা তো আমি জানি না। ’
তিনি আরও বলেন, ‘পরীমণি আমাকে বলেছে, ‘‘ওই শয়তানটাও আমাকে এভাবে মেরেছে।” মানে শেখ সাদিও পরীমণিকে এভাবে মারধর করেন। শেখ সাদির মারধরে পরীমণিকে হাসপাতালেও যেতে হয়েছে। সে যদি হাসপাতালে যেতে পারে তাহলে আমাকে যে এভাবে মারল তাহলে তার কি এতটুকু কমন সেন্স নেই যে, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।’
গৃহকর্মীকে মারধরের অভিযোগে ঢালিউড অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে গত শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে মারধরের শিকার পিংকীকে নিজের গৃহকর্মী বলে অস্বীকার করেন।
গৃহকর্মী পিংকী আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনায়। গত বৃহস্পতিবার পরীমণির বিরুদ্ধে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগে পিংকী জানান, পরীমণি তার এক বছরের দত্তক মেয়েকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। পরীমণি মেকআপ রুম থেকে বেরিয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও একপর্যায়ে বেধড়ক মারধর করেন। পরীমণি তাকে একের পর এক মাথায় মারতে থাকেন। তার মারধরে পিংকী তিনবার ফ্লোরে পড়ে যায়। এরপর পরীমণি তার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে ঢালিউডের আলোচিত তারকা পরীমণি প্রেমে মজেছেন বলে গুঞ্জন ওঠে। তাদের দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। দুজনের বাসায় দুজনের যাতায়াত। সাদীর মা পরীমণির জন্য পিঠা বানিয়ে পাঠাচ্ছেন, তা আবার ফেসবুকে শেয়ার করে জানিয়েও দেন পরীমণি।
আবার দেখা যায়, শেখ সাদী যখন ঢাকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন, পাশের আসনে বসা পরীমণি। এতকিছুর পরও শেখ সাদী নিজের মুখে এ সম্পর্ক নিয়ে সেভাবে কিছুই বলেননি। তবে পরীমণি এসবকে মোটেও পাত্তা দেননি। তিনি তার প্রেমের সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও নানা কর্মকাণ্ডে তা বুঝিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি