গাজা নিয়ে জরুরি বৈঠকে বসছে ফ্রান্স, মিসর ও জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ২০:২২
শেয়ার :
গাজা নিয়ে জরুরি বৈঠকে বসছে ফ্রান্স, মিসর ও জর্ডান

অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে পার্শ্ববর্তী দেশ মিসর ও জর্ডান এবং ইউরোপের দেশ ফ্রান্স। আজ রবিবার এক্স এ দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে বসছেন ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, গাজা পরিস্থিতি জরুরিভাবে সামাল দিতে কী করা যায় সে বিষয়ে বৈঠক হচ্ছে। 

আগামীকাল সোমবার এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনটি একই দিনে মিসরের রাজধানীতে অনুষ্ঠিত হবে।