মার্কিন যুদ্ধজাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৫, ১৯:২৬
শেয়ার :
মার্কিন যুদ্ধজাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। আজ রবিবার তারা এই ঘোষণা দেয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। বিমানবাহী ওই জাহাজের নাম হ্যারি এস ট্রুম্যান। 

এই হামলায় কয়েক ঘণ্টা স্থায়ী হয় বলে জানিয়েছেন ইয়াহিয়া। তিনি দাবি করেন, ইয়েমেনের যুক্তরাষ্ট্রের আগ্রাসন চালানো থেকে তারা বিরত রাখতে সক্ষম হয়েছেন। 

২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু করলে এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে। মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের প্রতি সংহতি জানিয়ে হামলা শুরু করে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি গোষ্ঠীও। লোহিত সাগর দখলে রাখে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। 

তবে সম্প্রতি ইয়েমেন লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হামাস-হিজবুল্লাহ-হুতি, ইরান সমর্থিত তিনটি গোষ্ঠীই পশ্চিমা আগ্রাসনের কিছুটা দুর্বল হয়ে পড়েছে।