টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১১:৪১
শেয়ার :
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

টঙ্গী পশ্চিম থানা। ছবি: সংগৃহীত

গাজীপুরে টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অরুণ কুমার মল্লিককে (৭৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। 

নিহত অরুণ কুমার মল্লিক গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার বড়দেওড়া এলাকার মৃত যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান আমাদের সময়কে জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।