কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ০৯:১৫
শেয়ার :
কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার সবকটি ইউনিয়নে রাতভর অভিযান পরিচালনা করে। পুলিশের এ অভিযানে ৭ জন আসামি গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন চাপরাশিহাট ইউনিয়নের আবু তাহের মামুন (২২), নুরুল আফছার আকাশ (২২), চরকাঁকড়া ইউনিয়নের নুর নবী (২৩), চরফকিরা ইউনিয়নের মো. শাকিল ইসলাম (২৫), শাহাদাত হোসেন পিয়াস (২৬), চরএলাহী ইউনিয়নের মো. নাছির (২৯), চরহাজারী ইউনিয়নের জাহিদ হোসেন (৩১)। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।