বিএনপি ও হেফাজতে ইসলামের বৈঠক /
ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবির সঙ্গে একমত
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দাবির সঙ্গে একমত হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির সঙ্গে এক বৈঠকে একথা জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টা থেকে এক ঘণ্টারও বেশি সময় এ বৈঠক হয়। এতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচার ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়েও একমত পোষণ করেন বিএনপি ও হেফাজতে ইসলামের নেতারা।
বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ ছিলেন। অন্যদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে ছিলেন ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 'আমরা যেমন সংস্কার চাই, বিচার চাই; কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করতে চাই। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু প্রায় কিছুদিন পরপর দেখা যাচ্ছে ডিসেম্বর থেকে জুনে, জুনে থেকে ডিসেম্বরে-এ রকম কথা বলতে দেখা যাচ্ছে। বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করার পায়তারাও আমরা লক্ষ্য করছি। আমাদের জোড়ালো দাবি প্রধান উপদেষ্টা খুব দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা যায়। সেই দাবি সঙ্গে হেফাজতে ইসলাম একমত হয়েছেন। এ দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তাদের অন্তর্গত রাজনৈতিক দল যথাযথ কর্মসূচি প্রণয়ন করবেন কিনা তা উনারা চিন্তা করে দেখবেন।'
সালাহউদ্দিন আহমেদ বলেন, 'বাংলাদেশের আলেম-উলামায়ের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকারের কাছে আহ্বান জানাব তাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।'
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?