তিন তারকার দুই বিয়ে!
ঈদের পরপরই বিয়ের পিঁড়িতে বসেছেন তিন তারকা। বিয়ের খবর নিজেরাই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। বিয়ে করা তারকারা হলেন- ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার, সংগীতাঙ্গনের পরিচিত মুখ আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী রাবা খান।
গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান অভিনয়শিল্পী শামীম হাসান সরকার। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। শুক্রবার দুপুরে মিরপুর ডিওএইচএসে শামীমের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল থেকে জানা গেছে, ফরিদপুরের মেয়ে আফসানা আক্তার প্রীতি পড়াশোনা করছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আফসানার সঙ্গে চার মাস ধরে শামীরের পরিচয়, এরপর পারিবারিকভাবে তাদের কথাবার্তা এগোয়। দুই পরিবারের সম্মতিতে পরে বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।
একই দিন বিয়ে করেছেন আরাফাত মহসিন নিধি ও রাবা খান। সুরকার ও সংগীত পরিচালক নিধি মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। তবে আবহ সংগীতের কাজে তার ব্যস্ততা বেশি। অন্যদিকে রাবা খান কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনয়ও করে থাকেন। চার বছরের প্রেমের সম্পর্ক শেষে শুক্রবার বিয়ে করেছেন তারা। বিয়ে আনুষ্ঠানিকতায় গড়িয়েছে ঢাকার তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে, যেখানে ছিলেন নিধি-রাবা পক্ষের বন্ধু ও স্বজনরা।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
এবারের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বরবাদ’ ও ‘দাগি’র আবহ সংগীতের কাজ করেছেন আরাফাত মহসিন নিধি। এর আগে ‘তুফান’ ছবির আবহ সংগীতের কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘দাগি’ ছবির নিশোর গাওয়া গানটিতে কণ্ঠও দিয়েছেন আরাফাত মহসিন।
অন্যদিকে, তার স্ত্রী রাবা ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন। নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’-এ সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন রাবা।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা