শিরোপা চান রিশাদ
বিপিএলের সবশেষ আসরে ফরচুন বরিশালে ছিলেন রিশাদ হোসেন। তামিম ইকবালের অধিনায়কত্বে শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন এই লেগ স্পিনার। এবার তার গন্তব্য পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। কানাডার গ্লোবাল সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নি তার। তবে পিএসএল খেলার জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তিনি। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া এ টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলবেন রিশাদ। পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চান তিনি।
গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের এই লেগ স্পিনার বলেন, ‘প্রথমে বলব আলহামদুলিল্লাহ, ছাড়পত্র পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে। ভালো করার চেষ্টা করব টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন হয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।’
এবারের পিএসএলে রিশাদ ছাড়াও দল পেয়েছেন লিটন দাস ও নাহিদ রানা। লিটন খেলবেন করাচি কিংসে আর নাহিদ রানার ঠিকানা পেশোয়ার জালমি। পিএসএলে বাংলাদেশের খেলোয়াড়রা ভালো করলে অন্য আরও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাও তাদের জন্য খুলে যেতে পারে। এই সুযোগটা নিতে উন্মুখ হয়ে আছেন রিশাদ।
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
তিনি বলেন, ‘আমি পিএসএলে যাচ্ছি এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। আমি চেষ্টা করব, এখান থেকে যতটুকু নেওয়া যায়।’ নিজের ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই রিশাদের। দলের জয়ে অবদান রাখতে চান তিনি। একাদশে সুযোগ পেলে মাঠে নিজের শতভাগ নিংড়ে দেওয়ার চেষ্টা থাকবে জানিয়ে রিশাদ বলেন, ‘কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার নেই। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। দলের যতটুকু প্রয়োজন ওটা দেওয়ার চেষ্টা করব।’
পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব হয়ে থাকে। সম্প্রতি বাংলাদেশ দলের হয়ে সেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে এসেছেন রিশাদ। এ ছাড়া বিপিএলে তার সতীর্থ ছিলেন অনেক পাকিস্তানি ক্রিকেটার। সেই অভিজ্ঞতা এবার পিএসএলে কাজে লাগাতে চান তিনি।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
রিশাদ বলেন, ‘পাকিস্তানের উইকেট হিসেবে যতগুলো ব্যাটসম্যানের সঙ্গে খেলেছি এবং পাকিস্তানের বেশিরভাগ ব্যাটসম্যানদের সম্পর্কে ধারণা আছে; এতটুকু নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে- এসব আর কী।’
পিএসএলে ৬টি দল অংশগ্রহণ করবে। ১১ এপ্রিল থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ মে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে রিশাদের দল লাহোর কালান্দার্স। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পরের দিন মাঠে নামবে লিটনের করাচি কিংস, একই দিনে ম্যাচ আছে নাহিদের পেশোয়ার জালমিরও। জানা গেছে, লিটন ও রিশাদকে পূর্ণ সময়ের জন্যই ছাড়পত্র দিয়েছে বিসিবি। নাহিদ ২৬ এপ্রিলের পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন। প্রসঙ্গত, পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে লিটন ও রিশাদ দল পান। গোল্ড ক্যাটাগরিতে দল পেয়েছেন নাহিদ রানা।
আরও পড়ুন:
বিপাকে আলভেস