ওয়াকফ সংশোধন প্রস্তাবের বিরোধিতায় উত্তাল ভারতের রাজপথ
ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির একাধিক রাজ্যের রাজপথ। রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মুসলিম। গতকাল দুপুরে থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদসহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো।
এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা ও নানা ধরনের প্ল্যাকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, ‘আমরা ওয়াকফ সংশোধনী মানছি না’, ‘ওয়াকফ বিল প্রত্যাহার করুন’।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পরপরই ইসলাম ধর্মাবলম্বীরা এই বিক্ষোভে অংশ নেন। পরে আন্দোলনকারীদের ওপর পুলিশকে চড়াও হতে দেখা গেছে। ওয়াকফ সংশোধনীর প্রতিবাদ জানিয়ে প্রবীণরা রাস্তায় বসলে তাদের জোর করে তুলে দেওয়ার চেষ্টা করে গুজরাট পুলিশ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
চেন্নাইয়ে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাঝাগাম (টিভিকে)। তাদের কর্মীরা শুধু চেন্নাই নয়, সেই সঙ্গে তামিলনাড়ুর অন্যান্য বড় শহরেও বিপুল জমায়েত করেন। বিক্ষোভকারীরা স্লোগান তোলেন, ‘ ‘মুসলমানদের অধিকার কেড়ে নেবেন না’।
এ ছাড়া ওয়াকফ সংশোধনের বিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ও বিরোধিতা করনে। তিনি ঘোষণা করেছেন, বাংলার মুসলমানদের অধিকার ক্ষুণ্ন হতে দেবেন না। জাতীয়ভাবে বিজেপির প্রধান বিরোধী কংগ্রেসও ওয়াকফ বিলের তুমুল বিরোধিতা করেছে। তারা বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
গত বুধবার ভারতের বিদ্যমান ওয়াকফ আইন সংস্কার নিয়ে আলোচনা শুরু করে সংসদ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কর্তৃক প্রস্তাবিত এই বিলটি সরকারকে ওয়াকফ সম্পত্তির উপর অবাধ নিয়ন্ত্রণ প্রদান করবে। সরকার এবং বিরোধী দলের মধ্যে কয়েক ঘণ্টা ধরে উত্তপ্ত বিতর্কের পর, বুধবার গভীর রাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলটি পাস হয়। বিলটির পক্ষে ২৮৮ ভোট পড়ে এবং বিপক্ষে ২৩২ ভোট পড়ে।
রাজ্যসভায় পেশ করা প্রস্তাবিত আইনটির লক্ষ্য ১৯৯৫ সালের ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণকারী আইন সংশোধন করা। মুসলিম সংগঠনগুলো অভিযোগ করেছে যে, মোদি সরকার সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগের জন্য এ পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
রাজপথ ছাড়াও আইনি লড়াইয়েও যাচ্ছেন ভারতের রাজনীতিবিদরা। সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল দেশটির বিরোধী দল আম আদমি পার্টি (আপ)।এর আগে কংগ্রেস ও আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম চ্যালেঞ্জ করছিল। তাদের দাবি, প্রস্তাবিত সংশোধন বৈষম্যমূলক ও মুসলিমদের টার্গেট করে করা হয়েছে।