ভারতে ওয়াকফ সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিট
ভারতে ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল দেশটির বিরোধী দল আম আদমি পার্টি (আপ)। এর আগে কংগ্রেস ও আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম চ্যালেঞ্জ করছিল। তাদের দাবি, প্রস্তাবিত সংশোধন বৈষম্যমূলক ও মুসলিমদের টার্গেট করে করা হয়েছে।
গত বুধবার ভারতের বিদ্যমান ওয়াকফ আইন সংস্কার নিয়ে আলোচনা শুরু করে সংসদ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কর্তৃক প্রস্তাবিত এই বিলটি সরকারকে ওয়াকফ সম্পত্তির উপর অবাধ নিয়ন্ত্রণ প্রদান করবে। সরকার এবং বিরোধী দলের মধ্যে কয়েক ঘণ্টা ধরে উত্তপ্ত বিতর্কের পর, বুধবার গভীর রাতে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলটি পাস হয়। বিলটির পক্ষে ২৮৮ ভোট পড়ে এবং বিপক্ষে ২৩২ ভোট পড়ে।
রাজ্যসভায় পেশ করা প্রস্তাবিত আইনটির লক্ষ্য ১৯৯৫ সালের ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণকারী আইন সংশোধন করা। মুসলিম সংগঠনগুলো অভিযোগ করেছে যে, মোদি সরকার সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগের জন্য এ পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আপ এর এমএলএ আমানতউল্লাহ খান বলেন, এই সংশোধনীতে মুসলিমদের সাংস্কৃতিক ও ধর্মীয় স্বকীয়তা কমিয়ে দিবে। সরকারের উচিত সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে এতে হস্তক্ষেপ করা।
এই সংশোধনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আমানতউল্লাহ খান বলেন, এটি নাগরিকদের একাধিক মৌলিক অধিকারের লঙ্ঘন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে ভারত সরকারের দাবি এই আইনে মুসলিম নারীরা উপকৃত হবেন এবং ওয়াকফ সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে।