বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ড. ইউনূস
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সকালে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
শীর্ষ সম্মেলন শেষে ব্যাংককের সাংরিলা হোটেলে আজ প্রথমবারের মতো আলোচনায় বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ব্যাংকক থেকে অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী দুপুরের পর কোনো এক সময় দুই নেতা সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনায় বসবেন। সাংরিলা হোটেলে শীর্ষ নেতাদের জন্য নির্ধারিত কোনো স্থানে এ বৈঠকের ব্যাপ্তি হতে পারে আধা ঘণ্টার কম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
একই সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়েছে। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেছেন, কুশল বিনিময় করেছেন।
বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে বাংলাদেশ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?