ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ১৫:৫৭
শেয়ার :
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের প্রায় দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে ট্রেনটি সড়িয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ৫৮ মিনিটে শ্রীপুর ছেড়ে যায়। কিছু দূরে যেতেই ট্রেনে আগুন লাগে। পাওয়ার কারে থাকা ১০-১২ জন যাত্রীর চিৎকারে অন্য বগির যাত্রীরা এগিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ট্রেননি থামিয়ে দেন চালক। স্থানীয় লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনে পাওয়ার কারটি পুড়ে গেলেও যাত্রীরা নিরাপদে নামতে পেরেছেন।

ট্রেনে আগুন লেগে যাওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে প্রায় দুই ঘণ্টা চলাচল বন্ধ থাকে। ট্রেনটি সড়িয়ে নিলে ওই রেলপথে ট্রেন চলাচল স্বভাবিক হয়।

ট্রেনের পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, ট্রেনে মোট ১০টি বগি ছিল। ছয়টি বগির পেছনে থাকা পাওয়ার কারে আগুন ধরে। ধারণা করা হচ্ছে, অত্যাধিক হিটের কারণে পাওয়ার কারে আগুন লাগে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

শ্রীপুরে কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সাইদু রহমান বলেন, ‘বেলা সোয়া ১১টায় ট্রেনে আগুন লাগার খবর পাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন করাতৃপক্ষকে জানাই। এ সময় সড়কে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুপুর সোয়া ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

Image not found