ঈদের ৩ সিনেমার জয়জয়কার

টিকিটের জন্য হাহাকার

তারেক আনন্দ
০৩ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
ঈদের ৩ সিনেমার জয়জয়কার

ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’, ‘অন্তরাত্মা’, আফরান নিশোর ‘দাগি’, সিয়ামের ‘জংলি’, সজলের ‘জ্বীন-৩’ ও মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ সিনেমা। এর মধ্যে দর্শক ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’ নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত। ঈদের দিন থেকেই হাউসফুল যাচ্ছে এই তিন সিনেমার। মাল্টিপ্লেক্সগুলোতে আগামী দুই দিনের টিকিটও পাওয়া যাচ্ছে না।

দেশের সর্বোচ্চ ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স দুইখানেই দাপটের সঙ্গে চলছে। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে ৩৪টি শো দিয়ে শুরু হওয়া ‘বরবাদ’ সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন থেকে ৪৪টি শো চলেছে, যা এখনও চলমান। ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রতিটা শোয়ের টিকিট শেষ। মুক্তির দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে আরও শো বাড়বে বলে জানা গেছে। এ ছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ঈদের দিন থেকে ৩টি শো দিয়ে শুরু হলেও বর্তমানে ৯টি শো চলছে। লায়ন সিনেমাসে ঈদের দিন ৪টি দিয়ে শুরু করলেও এখানে ৯টি শো চলছে। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে নিয়মিত ৪টি শোয়ের পাশাপাশি দর্শকের চাপে রাত ১২টায় নতুন শো চালু হয়েছে। সারাদেশে প্রতিদিন ৫০০ শো চলছে ‘বরবাদ’ সিনেমায়। প্রতিটা প্রেক্ষাগৃহে ‘হাউজফুল’।

রিভেঞ্জ থ্রিলার ঘরানার সিনেমা ‘বরবাদ’ তৈরি হয়েছে প্রতিশোধ ও প্রতারণার গল্প নিয়ে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবুসহ অনেকেই।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ জানান, স্টার সিনেপ্লেক্স সবসময় নিজেদের দেশের সিনেমা প্রদর্শনে গুরুত্ব দিয়ে থাকে। এবার ঈদেও তার ব্যত্যয় ঘটছে না। ঈদের ছবি নিয়ে আমরা আশাবাদী। দর্শক রেসপন্সে আমরা খুশি। বরবাদ, দাগি, জংলির দর্শক রেসপন্স খুবই ভালো।

দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন ‘দাগি’ নিয়ে আফরান নিশো। মাল্টিপ্লেক্সের সবকটি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। ঈদের দিন মুক্তির পর থেকেই ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।’

আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমাটি ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে। আগামী কয়েক দিন এমন যাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। আরও আছেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ মোট ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এখন সারাদেশের মাল্টিপ্লেক্সে সর্বমোট ১৮টি শো চলছে। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় ৩টি, মিউজিয়াম শাখায় ২টি, সীমান্ত সম্ভার শাখায় ২টি, উত্তরা শাখায় ২টি ও চট্টগ্রাম শাখায় ৩টি করে শো চলছে। অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাস শাখায় ৩টি ও লায়ন সিনেমায় ৩টি করে শো চলছে।

ঈদের তৃতীয় দিন পর্যন্ত ‘জংলি সিনেমার প্রতিটা শো হাউজফুল। এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দীঘি। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

‘অন্তরাত্মা’ ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও আটটি মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি হলে মুক্তি পেয়েছিল। প্রচার-প্রচারণার অভাবে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। গতকাল সিনেপ্লেক্সে থেকে নেমে গেছে সিনেমাটি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ভারতের দর্শনা বণিক। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘জ্বীন থ্রি’ শুধু দুটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। তেমন আশা জাগাতে পারেনি সিনেমাটি। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও সজল।

মোশাররফ করিম অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্কর ৩০২’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। সিনেমায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন রিকিতা

নন্দিনী শিমু।