ঈদুল ফিতরে ঢাকাবাসীর ঈদ আনন্দ মিছিল ও র‌্যালীর আয়োজন

সংবাদ বিজ্ঞপ্তি
০২ এপ্রিল ২০২৫, ১৭:২৭
শেয়ার :
ঈদুল ফিতরে ঢাকাবাসীর ঈদ আনন্দ মিছিল ও র‌্যালীর আয়োজন

প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী ঢাকাবাসীর সংগঠন ও ফ্রেন্ডস ক্লাব অব লস্ এঞ্জেলেস উদ্যোগে ঈদুল ফিতর পালন উপলক্ষে আজ বুধবার হাজারীবাগ পার্ক প্রাঙ্গণ থেকে এক ঈদ আনন্দ ও মিছিল ও র‌্যালীর আয়োজন করা হয়। এবারের র‌্যালীটি উৎসর্গ করা হয় সাবেক ব্যাডমিন্টন খোলোয়াড় মরহুম আমিনুল ইসলাম ওস্তাদ প্রতি শ্রদ্ধা জানিয়ে। এবারের র‌্যালীর সোগ্লান ছিল ‘ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের অধীনস্থ্য কবরস্থানগুলোতে পূর্বের মতো বিনা খরচে কবর দেওয়ার ব্যবস্থা করা হোক।’

ঢাকাবাসীর সভাপতি ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সার্ক যুব স্বর্ণ বিজয়ী মো. শুকুর সালেক এই কর্মসূচী উদ্ধোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাবাসীর আজীবন সদস্য জনাব.আজফারুজ্জামান সোহরাব, কর্মীসংঘের উপদেষ্টা প্রফেসর কে.এ.হান্নান, ঢাকাবাসীর মহানগর কমিটির আহ্বায়ক লুৎফুর আহসান বাবু, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদাবক্স। আজীবন সদস্য জনাব ওয়াহিদুল্লাহ, ‘প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন’ এর কর্মকর্তা জনাব হেলাল।

হাজারীবাগ পার্ক থেকে এই র‌্যালীটি শুরু করে নগরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। র‌্যালীতে বাদ্যযন্ত্র বাজিয়ে শিশু কিশোর যুবরা এতে অংশ নেয়। পুরানো ঢাকার সাংস্কৃতিক সংগঠন ‘সাথী নাট্য গোষ্ঠী’ ও ‘প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন’ র‌্যালীতে অংশগ্রহণ করেন। বক্তরা সনাতন ধর্মাবম্বীদের মৃত দেহ সৎকার বিনা খরচে, সৎকার করার জন্য অনুরোধ জানান।

ঢাকাবাসীর সভাপতি মো. শুকুর সালেক বলেন, ‘হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল ও র‌্যালীকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।’