শান্তিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৫, ১৬:৩৫
শেয়ার :
শান্তিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে মিরাজ মিয়া ও নাজমুল হকের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমড়িয়া গ্রামের একটি জমির মালিকানা নিয়ে মিরাজ মিয়া ও নাজমুল হকের লোকজনেন মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইট-পাটকেল ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, মিরাজ মিয়া ও নাজমুল হকের লোকজনের মধ্যে সকালে মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের লোকজন আহত হন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।