ঈদ আনন্দে বিনোদনপ্রেমীদের বিশেষ আকর্ষণে ‘থ্রিডি আর্ট গ্যালারি’
রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের ভেতরে গড়ে ওঠা থ্রিডি আর্ট গ্যালারি এখন বিনোদনপ্রেমীদের জন্য একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। বিশেষ করে, ঈদ উৎসবে যারা ঢাকায় রয়েছেন, তাদের জন্য এটি এখন অন্যতম সেরা গন্তব্য।
থ্রিডি আর্ট গ্যালারিতে প্রবেশ করলেই দর্শনার্থীরা ভিন্নধর্মী শিল্পকর্মের মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হন। এখানে বিভিন্ন থিমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে থ্রিডি চিত্রকর্ম, যা দেখে মনে হয় বাস্তব জগতের কোনো দৃশ্য। ছোট-বড় সবাই এ গ্যালারির অসাধারণ শিল্পকর্ম উপভোগ করতে আসছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
একজন দর্শনার্থী প্রিতম জানান, এটি এক অনন্য অভিজ্ঞতা। থ্রিডি শিল্পকর্মগুলো এতটাই বাস্তবসম্মত যে, মনে হয় আমি সেগুলোর অংশ হয়ে গেছি। বিশেষ করে, শিশুদের জন্য এটি দারুণ আনন্দদায়ক।
গ্যালারির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে বিশেষ সুবিধা ও নতুন কিছু শিল্পকর্ম সংযোজন করা হয়েছে, যা দর্শকদের আরও বেশি আকর্ষণ করছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পরিবার নিয়ে ঘুরতে এসে দিনের অনেকটা সময় দারুণভাবে উপভোগ করতে পেরে দর্শনার্থীরা বেশ উচ্ছ্বসিত। প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে চাইলে আর্টওয়ার্ল্ডের কোনো জুড়ি নেই। ঘুরে, গল্প করে, ছবি তুলে দিব্যি ঘণ্টার পর ঘণ্টা পার করে দেওয়ার মতোই এক জায়গা।