ঈদের তৃতীয় দিনেও কমলাপুরে ঘরমুখো মানুষের সমাগম
ঈদের তৃতীয় দিন সকালেও কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের সমাগম। আজ বুধবার ভোর থেকেই ট্রেনে বাড়ি ফেরার জন্য হাজির হন অনেক যাত্রী।
সকাল থেকে এ পর্যন্ত ধুমকেতু, পারাবত, তিস্তা এক্সপ্রেস, মহাসাগর প্রভাতী, সুন্দরবন সহ বেশকটি ট্রেন ছেড়ে গেছে। দক্ষিণ ও উত্তরাঞ্চলের কোনো ট্রেনেই সকাল থেকে শিডিউল বিপর্যয় নেই। সময়মতোই স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন।
এবার ঈদের ছুটি বেশ লম্বা হওয়ার কারণেই এখনও বাড়ি যাচ্ছেন অনেকে। ঝক্কিঝামেলা থেকে কিছুটা নিস্তার পেতেই এই সময়ে বাড়ি যাচ্ছেন বলে জানান যাত্রীরা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। সকাল থেকেই রাজধানীর প্রবেশপথে ফেরার এই চিত্র দেখা গেছে।
অন্যদিকে সড়ক পথে আজও রাজধানী ছাড়ছেন অনেকে। ঢাকা ছাড়ার জন্য নগরবাসীর ভিড়ও দেখা গেছে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?