প্রাক্তন প্রেমিককে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করলেন মিমি

বিনোদন ডেস্ক
০১ এপ্রিল ২০২৫, ১২:২৭
শেয়ার :
প্রাক্তন প্রেমিককে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করলেন মিমি

অভিনয় প্রতিভার গুণে অনেক বছর আগেই সবার মন জয় করে নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যক্তিগত জীবনে তিনি বরাবর স্বাধীনচেতা ও স্পষ্টভাষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বহু বছরের ফেলে আসা প্রেম নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। এতে প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। 

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি একটি ফিল্মি ইন্টারভিউতে মিমি চক্রবর্তী জানিয়েছেন, বহু বছর ধরেই তিনি সিঙ্গেল এবং সিঙ্গেল থাকাটাকেই এখন উপভোগ করেন। 

ওই সাক্ষাৎকারে ‘অতীতের প্রেমিক অত্যন্ত টক্সিক এবং সন্দেহবাতিক ছিল’ বলে জানান মিমি। তিনি বলেন,‘আমি শুটিং করতে বিদেশে গিয়েছিলাম। তখন সহ-অভিনেতার সঙ্গে প্রেম করছি বলে ফোনেই বিচ্ছিরি ঝগড়া এবং চিৎকার শুরু করেন প্রাক্তন প্রেমিক।’

প্রতিবেদনে বলা হয়, ভালোবাসায় অন্ধ অভিনেত্রী তখনো এগুলোকে সম্পর্কের ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে দেখতে শেখেননি। তার উপর এ সময় ছিল তার ক্যারিয়ারের উত্থানের সময়। তখন দু'হাত ভরে কাজ। বছরে পাঁচ থেকে ছয়টি সিনেমা ছিল তখন ঝুলিতে। কিন্তু প্রেমিক অত্যন্ত ইনসিকিউরিটি ফিল করতেন মিমির এই সাফল্যে। 

তিনি যেন কিছুতেই মেনে নিতে পারতেন না, মিমির এই নামডাক। সমস্ত সহ-অভিনেতা, বন্ধু-বান্ধব, কাছের চেনা পরিচিত লোক- সকলের সঙ্গেই মিমিকে নিয়ে সন্দেহ করতেন সেই প্রেমিক। সারাক্ষণ এই নিয়ে ঝগড়া লেগেই থাকত। অবশেষে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। 

যদিও ওই সিদ্ধান্ত তার পক্ষে নেওয়াটা খুবই কষ্টকর ছিল। কারণ সম্পর্কের একটা স্তরে তারা দুজনেই মনস্থির করেছিলেন বিয়ের। তাই এই সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু এই সম্পর্ক থেকে তিনি শিক্ষা নিয়েই এখন পরিণত হয়েছেন। 

পুরো ইন্টারভিউতে মিমি কারও নাম না নিলেও তার এই প্রেম ভেঙে যাওয়া এবং সেই প্রেমিক কে, তা সহজেই বোঝা যাচ্ছে। 

উল্লেখ্য, ২০১৭ সালে বহুচর্চিত রাজ-মিমি জুটির প্রেম ভেঙে গিয়েছিল। সম্পর্ক ভাঙার পর দুজনেই দুজনের দিকে ইঙ্গিত করেছিলেন অন্য সম্পর্কের। মিমি এখনো সিঙ্গেল থাকলেও পরিচালক রাজ চক্রবর্তী ২০১৮ সালে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেন। বর্তমানে তাদের দুই সন্তান ইউভান ও ইয়ালিনি।