মিয়ানমারে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২০০০ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত দাঁড়িয়েছে ৩ হাজার ৪০০ জনের বেশি। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন দুই শতাধিক মানুষ। এ ভায়বহ পরিস্থিতিতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার।
এমআরটিভি সূত্রে জানা গেছে, সোমবার থেকে শুরু হওয়া এই শোকের সময় দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
জান্তা সরকারের মুখপাত্র জো মিন তুন জানিয়েছেন, ভূমিকম্পে ১ হাজার ৭০০ মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩ হাজার ৪০০ জন। এখনও আরও তিন শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভূমিকম্পে অসংখ্য ভবন মাটিতে মিশে গেছে, রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে, সেতুগুলো ধসে পড়েছে। দেশটির সার্বিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা কঠিন হচ্ছে।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবর বলছে, উদ্ধারকাজ পরিচালনার জন্য স্থানীয়দের কাছে আধুনিক যন্ত্রপাতি ও হাতিয়ার নেই।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
রেডক্রসের কর্মকর্তাদের দাবি, গত ১০০ বছরে এই মাত্রার বিপর্যয়ের মুখোমুখি হয়নি এশিয়া।
উদ্ধারকর্মীরা বলছেন, যাদের সহায়তা দরকার, তারা আমাদের ডাকছেন। কিন্তু নানা সমস্যার কারণে তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস