ঈদের দিন পুলিশ সদস্যদের খোঁজ নিতে রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার ঈদুল ফিতরের দিন বেলা ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শন করেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ সময় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন। নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার