যুক্তরাষ্ট্রকে ‘কঠোর’ জবাবের হুঁশিয়ারি খামেনির

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ১৬:৩০
শেয়ার :
যুক্তরাষ্ট্রকে ‘কঠোর’ জবাবের হুঁশিয়ারি খামেনির

ইরানের ওপর যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ সোমবার এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের হুমকির কথা উল্লেখ করে বলেন, ‘যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে তারা অবশ্যই একটি শক্তিশালী পাল্টা আক্রমণের মুখোমুখি হবে।’ 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা এ হুঁশিয়ারি দেন। গতকাল রবিবার ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দেন যে, যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে না আসে তবে বোমা হামলা ও দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করা হবে।  

খামেনি বলেছেন, ফিলিস্তিন দখলদার ওই অপরাধী চক্রের প্রতি আমেরিকার অব্যাহত সহায়তা ও সমর্থনের কারণেই এইসব অপরাধ সংঘটিত হয়েছে। তিনি ইসরায়েলি শাসনব্যবস্থাকে এ অঞ্চলে উপনিবেশবাদীদের একটি প্রক্সি শক্তি বলে অভিহিত করেছেন।