রাতে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া-তারেক রহমান
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার ঈদের দিন রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারা এই শুভেচ্ছা বিনিময় করবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এতে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে সোমবার বেলা ১১টা ৩০ মিনিট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করা হয়। এ সময় সুরা ফাতিহা পাঠ ও মোনাজাত করা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ ছাড়া বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তেজকুনিপাড়া প্রধান উপদেষ্টা অফিসে বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য, যুগপৎ আন্দোলন দল ও জোটের নেতারা অংশ নেবেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান।