বায়তুল মোকাররমে জামায়াত আমিরের ঈদের সালাত আদায়

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৫, ১১:৪২
শেয়ার :
বায়তুল মোকাররমে জামায়াত আমিরের ঈদের সালাত আদায়

বায়তুল মোকাররমে জামায়াত আমিরের ঈদের সালাত আদায়। ছবি: আমাদের সময়

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ সোমবার সকাল ৭টায় জাতীয় মসজিদের প্রথম ঈদের জামাতে অংশগ্রহণ করেন তিনি।

ঈদের সালাত আদায় শেষে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন ড. শফিকুর রহমান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও কামাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।