ঐতিহাসিক শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৫, ১০:২৮
শেয়ার :
ঐতিহাসিক শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের দেশের সবচেয়ে বড় ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন মাওলানা মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। নামাজ শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য মোনাজাত করেন তিনি।

সোমবার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে ভোর থেকেই ঈদগাহে সমবেত হতে থাকেন মুসল্লিরা এবং সকাল ৮টায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠে পুরো ঈদগাহ। এরপর নরসুন্দা নদীর দু'পাশ, আশপাশের ঘরবাড়ির আঙিনা, ছাদ, পুকুর পাড়ে অর্থাৎ যে যেখানে যেভাবে পারেন, জামাতে শামিল হয়ে দাঁড়িয়ে যান। 

জামাত শুরু হওয়ার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফৌজিয়া খানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাবে রহমত এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। সকাল ১০টায় জামাত শুরু হয়ে মোনাজাতসহ পৌনে ১১টায় শেষ হয়।

মোনাজাতে বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গনঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মুসলিম বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলিদের নির্মম অত্যাচার নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার মজলুম মানুষের জন্য মোনাজাত করা হয়।এ সময় পাঁচ স্তরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বিজিবি র্যাব এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্যও মোনাজাত করা হয়।

জামাতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ জেলা ও পুলিশ প্রশাসনের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সেনাবাহিনী ও র্যাব কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী অংশ নেন।

কিশোরগঞ্জ ছাড়াও দেশ-বিদেশের মুসুল্লিরা এই ঐতিহ্যবাহী প্রাচীন ঈদগাহে ঈদের জামাতে অংশ নেন। তিন দিন আগে থেকেই আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, আবাসিক হোটেল, রেস্টহাউস, মসজিদ মাদ্রাসা এবং প্রশাসক কর্তৃক নির্ধারিত ঈদগাহ সংলগ্ন তিনটি স্কুল মাদ্রাসায় ঈদগাহ কমিটির আতিথেয়তায় দিনরাতি যাপন করেন ঈদ জামাত পূর্ব পর্যন্ত।

মেঘলা আকাশের ধূসর নীল সামিয়ানার নিচে বয়ে যাওয়া ঝিরঝিরে বাতাসে এক প্রশান্তিময় পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারে মুসল্লিরা যারপর নাই খুশি, আনন্দিত। 

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ছাড়িয়ে পূর্ব ও উত্তর দক্ষিণে এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এ জামাতে চার লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জামাতে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে শোলাকিয়া এক্সপ্রেস নামের দুটি স্পেশাল ট্রেনে করে ময়মনসিংহ ও ভৈরব থেকে আগত মুসল্লিরা দুপুর ১২টায় ভৈরব ও ময়মনসিংহের উদ্দেশে কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে যায়।

সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শোলাকিয়ায় ঈদ জামাত সম্পন্ন হওয়ায় জেলা ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী এবং ঈদগাহে আগত মুসল্লিরা সন্তুষ্টি প্রকাশ করেন।