শহিদ মীর মুগ্ধর বাসায় জামায়াত আমির
জুলাই বিপ্লবে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জামায়াত ডা.শফিকুর রহমান।
পবিত্র ঈদুল ফিতরের আগের দিন আজ রবিবার সন্ধ্যায় দলের নেতাদের নিয়ে মুগ্ধের বাসায় যান জামায়াত আমির।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। বাসায় মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অনেকে উপস্থিত ছিলেন।
মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন করেন জামায়াত আমির। একই সঙ্গে পরিবারের সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।