সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভুয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে হবে: সারোয়ার ওয়াদুদ চৌধুরী
সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভুয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘যারা মুক্তিযোদ্ধার ভুয়া সনদে চাকরি নিয়ে মজলুমের সন্তানদের হক বঞ্চিত করে ডিসি, এসপি, সচিব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কর্মরত এবং অবসরপ্রাপ্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের নিকট প্রতিটি গ্রামে প্রকৃত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে বিচারের আওতায় আনার অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, ‘আমলা নির্ভর তদন্তের নামে প্রতারণা, জালিয়াতি ও অনৈতিক অর্থ লেনদেন বন্ধ করে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কমুক্ত করতে হবে। প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের কলঙ্ক থেকে বাঁচাতে হবে। এ জন্য দলীয় প্রভাব, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে যারা রাজাকার, স্বাধীনতাবিরোধী, দলীয় দলদাসদের ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে স্বাক্ষী ও তদবির করেছে তাদের বিচার করতে হবে। ৭২ সালের সংবিধানে লিপিবদ্ধ আছে “কোনো একটি নিয়মিত বাহিনীর সদস্য ছাড়া মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে না”, এই আদেশ যারা উপেক্ষা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
তিনি দুঃখ করে বলেন, ‘বিগত দিনে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনাক্তের নামে মুনাফেকী ও নাটক হয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অতি দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।