শৈলকুপায় বিলুপ্তপ্রায় মেছো বাঘ উদ্ধার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ১২:৫৭
শেয়ার :
শৈলকুপায় বিলুপ্তপ্রায় মেছো বাঘ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপার ৭নং হাকিমপুর ইউনিয়নের বরিয়া গ্রামে বিলুপ্ত প্রায় মেছো বাঘের দেখা মিলেছে। আজ রবিবার সকালে ওই গ্রামের লোকালয়ে একটি গাছের ডালে মেছো বাঘটি দেখা যায়। এ সময় স্থানীয়রা মেছো বাঘটি রশি দিয়ে বেঁধে ধরে ফেলে। বর্তমানে মেছো বাঘটি এলাকাবাসীর নিরাপদ হেফাজতে রয়েছে। 

বরিয়া গ্রামের বাসিন্দা বাহারুল ইসলাম বলেন, ‘সকালে গ্রামের মধ্যে একটি গাছের ডালে মেছো বাঘটি দেখতে পাই। এরপর আমরা রশি দিয়ে সুকৌশলে বেঁধে ধরে ফেলি। বর্তমান কেউ যাতে এটি মেরে ফেলতে না পারে এজন্য নিরাপদ স্থানে রেখে দিয়েছি।’

তবে বনবিভাগের মাধ্যমে নিরাপদ হেফাজতে না নিলে যেকোনো সময় মেছো বাঘটি মারা যেতে পারে বলে মনে করছেন বাহারুল ইসলাম। 

ধারণা করা হচ্ছে, শৈলকুপার বরিয়া গ্রামটি বিলুপ্তপ্রায় মেছো বাঘের জন্য অনেকটা নিরাপদ বিচরণ এবং এখানে পর্যাপ্ত খাবার রয়েছে। তবে স্থানীয় জনগণ সচেতন না হলে হুমকির মুখে পড়বে তাদের বিচরণক্ষেত্র।

জানতে চাইলে শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মখলেচুর রহমান জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না, তবে খোঁজ নেবেন।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উনারা এসে মেছো বাঘটি নিয়ে যাবেন।