ভূমিকম্পের পরও থেমে নেই মিয়ানমারের গৃহযুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ১২:৫৬
শেয়ার :
ভূমিকম্পের পরও থেমে নেই মিয়ানমারের গৃহযুদ্ধ

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে মিয়ানমার। এখন পর্যন্ত ১৬০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এর মধ্যেও থেমে নেই গৃহযুদ্ধ। বিমান হামালা চালিয়েই যাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, দেশটির ৬টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক জান্তা। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। 

তবে বিধ্বংসী এই ভূমিকম্পের পরও দেশের বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে মিয়ানমারের জান্তা। যুদ্ধবিধ্বস্ত দেশটির কিছু অংশে ভয়াবহ ভূমিকম্পের পরও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। 

এসব হামলার সমালোচনাও করেছে জাতিসংঘ। সংস্থাটি এই হামলাগুলোকে ‘সম্পূর্ণরূপে জঘন্য এবং অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে।

জাতিসংঘের স্পেশাল র‌্যাপোটিয়ার টম অ্যান্ড্রুজ বলেন, ভূমিকম্পের পর সবাই যখন ‘মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন তখন সেনাবাহিনী মানুষের ওপর বোমা নিক্ষেপ’ অব্যাহত রেখেছে, এটা ‘অবিশ্বাস্য’ ।