গাজা থেকে ক্যানসার রোগীদের নিজেদের হাসপাতালে নিল আমিরাত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আহত ৮১ জন ক্যানসার রোগীকে নিজেদের হাসপাতালে ভর্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। গত শুক্রবার তারা বিমান পাঠিয়ে রোগী ও তাদের ১০৭ জন স্বজনকে আমিরাতে নিয়ে যায়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এই রোগীদের সরিয়ে নিয়েছে আমিরাত। তাদের মধ্যে বেশিরবাগই শিশু। আমিরতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে এক হাজার ফিলিস্তিনি আহত শিশু ও এক হাজার ক্যানসার রোগীদের সরিয়ে নেওয়ার কাজ করছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যাদের অতি দ্রুত চিকিৎসা দরকার তাদের আহেগ বিমানে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আমিরাতি হিউম্যানিটারিয়ান সিটিতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আমিরাতের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড এর উপ মহাপরিচালক সুলতান আল শামসি বলেন, ‘আহত ফিলিস্তিনিদের উন্নত চিকিৎসা দিতে আমিরাত প্রতিশ্রুতিবদ্ধ। গাজায় যে পরিস্থিতির মুখোমুখি ফিলিস্তিনিরা হয়েছে, আমরা এই সময়ে তাদের পাশে দাঁড়াতে চাই।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস