দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে...

রাজবাড়ী প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ০৯:৩৭
শেয়ার :
দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, তবে...

আসন্ন ঈদুল ফিতরে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।আজ রবিবার সকাল থেকে কর্মস্থল থেকে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে। তারপরও কোনো ভোগান্তি ছাড়াই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারছেন বলে জানিয়েছেন যাত্রীরা। 

সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চে ছিল ধারণ ক্ষমতার বেশি যাত্রী। একই চিত্র ফেরিঘাটেও। 

দেখা গেছে, ফেরিতে যাত্রীবাহী বাস প্রাইভেটকারের সঙ্গে পাল্লা দিয়ে পার হচ্ছে মোটরসাইকেলও। তবে দৌলতদিয়া ঘাটে যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও ভোগান্তি ছিল না একেবারেই। 

এদিকে ঘাট এলাকায় চুরি, ছিনতাই বন্ধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও বাড়তি ভাড়া বন্ধে চলছে নির্বাহী ম্যাজিস্ট্রটের অভিযান। 

জানতে চাইলে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যাবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এই রুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি থাকায় নদীর দৌলতদিয়া প্রান্তে কোনো যানজট তৈরি হয়নি। ফেরি থেকে নেমে যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারছে।