হামজার পর শোম!

ক্রীড়া প্রতিবেদক
৩০ মার্চ ২০২৫, ০০:০০
শেয়ার :
হামজার পর শোম!

হামজা চৌধুরী এসে চমকে দিয়েছেন ভারতকে। বাংলাদেশের ফুটবলে এসেছে নতুন মাত্রা। এবার আসছেন সামিত শোম। জুনে সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান বাছাইয়ের ম্যাচ। ওই ম্যাচে সোম খেলতে পারেন। আগামী এপ্রিলে সোমের ব্যাপারে আপডেট জানা যাবে বলে ইঙ্গিত দিলেন সহ-সভাপতি ফাহাদ করিম।

শোম কখন আসছেন- এসব নিয়ে কথা বলেছেন ফাহাদ করিম। তিনি বলেন, ‘বাইরে অনেক প্রবাসী ফুটবলার আছে, যারা এর আগে সুযোগ পেত না কিংবা যোগাযোগ করা হতো না। আমরা চেষ্টা করছি একটা ভালো পুল অব প্লেয়ার আনতে। এ নিয়ে আমি নিজ থেকেই যোগাযোগ করেছি। তাদের নিয়ে আমরা একদিন নয়, তিন থেকে পাঁচ দিনের একটি ট্রায়াল করব। আমাদের ৩০ জনের বেশি প্রবাসী ফুটবলারের একটি পুল হয়েছে।’

ফাহাদ এরপর বলেছেন, ‘২৫ জুনের পর তারা আসতে পারে। আশা করি সবাই আসবে, তবু হয়তো সংখ্যাটা কিছুটা কমতে পারে। তবে ট্রায়ালের পরিকল্পনা করবে টেকনিক্যাল বিভাগ। তাদের পরিকল্পনায় সভাপতি অনুমোদন দিলে আমি সেই ফুটবলারদের ট্রায়ালের জন্য আসতে বলব। তাদের মধ্যে কারও যদি সম্ভাবনা থাকে, তাহলে আমরা বয়সভিত্তিক দলে নেওয়ার প্রস্তাব করব।’

তিনি আরও যোগ করেন, ‘আবার যদি দেখি কেউ অবিশ্বাস্য রকমের ভালো এবং জাতীয় দলে খেলার জন্য উপযোগী, তাদের জাতীয় দলের ক্যাম্পে পাঠাব। অবশ্য এটা কোচের ব্যাপার।’ কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সামিত শোমকে নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে দেশের ফুটবলে। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ মিডফিল্ডারকে বাংলাদেশে এ বছরই দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুইন সুলিভানের সঙ্গে এখনও আমাদের কারও যোগাযোগ হয়নি। ফেসবুকে তো অনেক কিছুই দেখা যাচ্ছে, সব তো আর বিশ্বাস করা যায় না। ভালোভাবে খোঁজখবর নেওয়ার পর হয়তো যোগাযোগ করব। অক্টোবরে দুয়েকজন ফুটবলার আসতে পারে। কোনো কিছু এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা বেশ কাছাকাছি পর্যায়ে আছি। নামগুলো এখন বলতে চাচ্ছি না। বিভিন্ন মাধ্যমে নাম চলে এলে তারা নার্ভাস হয়ে যেতে পারে।’

শোম কানাডার ফুটবলার। তার বয়স ২৭। আর তিনি খেলেন মিডফিল্ডে। কানাডার অনূর্ধ্ব ২১ দলের হয়ে খেলেছেন তিনি। ২০২০ সালে কানাডার হয়েও দুটি ম্যাচ খেলেছেন। অবশ্য গোল করতে পারেননি।


আরও পড়ুন:

বিপাকে আলভেস