নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বিভিন্ন মালামাল মিয়ানমারে পাচারের সময় স্থলমাইন বিস্ফোরণে আব্দু সালাম (৪২) এক বাংলাদেশীর বাম পা বিচ্ছিন্ন হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাকঢালা সীমান্তে ৪৪ নং পিলারে জিরো লাইনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চাকঢালা চেরারমাঠ এলাকার মৃত আফজাল আহমদ এর ছেলে আব্দু সালাম। আহতকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে বাংলাদেশের বিভিন্ন পণ্য সামগ্রী পাচার কাজে জড়িত ছিলেন তিনি। প্রতিদিনের ন্যায় আজও বাংলাদেশের চোরাই পণ্য নিয়ে মায়ানমার অভ্যন্তরে যায় আহত আব্দু সালাম। কিন্তু ফেরার পথে চাকঢালা সীমান্তের ৪৪ নং পিলারে জিরো লাইনে আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার বাম পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহত ব্যক্তি কে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানা তিনি।