‘চাঁদাবাজির মাধ্যমে একটি মহল সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে ফেলেছে’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপনাদের সঙ্গে ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে যেতে চায়। আপনাদের কথা আমরা তুলে আনতে চাই। চাঁদাবাজির মাধ্যমে একটি মহল সাধারণ মানুষের জীবনকে অতিষ্ট করে ফেলেছে। আমরা এসবের পরিবর্তন চাই। বাংলাদেশে তরুণ যত ছাত্র-জনতা আছেন তারা পার্লামেন্টে গিয়ে অন্যায়কারীদের শাসন করবে।’
আজ শনিবার দুপুর ২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলা শহরের ফ্যাশন স্কয়ারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এনসিপির মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ পুনর্গঠনের যে প্রস্তাব আমাদের সামনে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের ছাত্র-জনতা সেটা সফল করে ছাড়বে। ছাত্র-জনতা বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞা করেছে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। কারণ বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দারিদ্র্যতা ও অসহায়ত্ব আছে সেটি সংবিধান থেকে শুরু হয়। সংবিধান পরিবর্তন না হলে বাংলাদেশের মানুষের স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। ’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সামান্তা শারমিন বলেন, ‘কিছু পক্ষ সংবিধানসহ সকল ব্যবস্থা আগের মতো রেখে দিতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, গত ৩ আগস্ট ১ দফা ঘোষণার সাথে সাথে বাংলাদেশের ছাত্র-জনতা ঘোষণা দিয়েছে এ সংবিধানকে পুনর্লিখন করতে হবে। এ সংবিধান একটি জনবিরোধী সংবিধান। সংবিধান পরিবর্তনের জন্য তরুণ ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছে গণপরিষদের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।’
তিনি বলেন, ‘অনেকেই বলতে চায় গণপরিষদ নির্বাচন কী তারা কেউ বোঝেন না। আমরা বলতে চাই, যখন বাংলাদেশে আধুনিক প্রযুক্তি আসে নাই তখন ১৯৭০ সালে গণপরিষদ নির্বাচন হয়েছিল। এখন এই আধুনিক যুগে কেন মানুষ গণপরিষদ নির্বাচন বুঝবে না? তারা কী আমাদের অপমান করতে চায়? এই অপমানের শোধ আমরা আবার নেব। গণপরিষদের মাধ্যমে আমরা এই সংবিধান পরিবর্তন করব। সেই সাথে পুরো ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ করব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় নেতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।